মোল্লাহাটে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং কার্যক্রম

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৬:২৪ পিএম, শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ৬১০

মোল্লাহাট থানার ১নং উদয়পুর ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রমের আওতায় নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন এএসপি (ফকিরহাট-মোল্লাহাট) সার্কেল-ছয়রুদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, অবঃ যুগ্ম-সচিব আ’লীগ নেতা এমডি আল আমিন শিকদার, অধ্যক্ষ এল জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, ইউপি চেয়ারম্যান এস,কে, হায়দার মামুন ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান।

১নং উদয়পুর ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম কর্মকর্তা এসআই শেখ আবু হাসান এর সভাপতিত্বে ও সহকারী কর্মকর্তা এএসআই মোঃ আয়ূব হোসাইন ও এএসআই রফিকের সঞ্চালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির আলী, সহসভাপতি শরীফ মাসুদুল করিম, প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লা, মোঃ সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা কল্লোল বিশ্বাস পলু, নারী নেত্রী আসমা প্রমূখ।

বিট কর্মকর্তা এসআই শেখ আবু হাসান জানান, উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লা ও মোঃ ইকরাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত