ফকিরহাটে শিশুর পানিতে ডোবা প্রতিরোধে প্রচার কার্যক্রম

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:২২ পিএম, শনিবার, ১০ অক্টোবর ২০২০ | ১০৮১

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫মপর্যায়) শীর্ষক প্রকল্পের C4D খাতের আওতায় শিশুদের পানিতে ডুবে মরা প্রতিরোধে সেপ্টেম্বর – অক্টোবর ২০২০ সময়ে বাগেরহাট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় প্রচার কার্যক্রম শুরু হয়েছে।

মাসব্যাপী সমগ্র জেলায় প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আজ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া- মানসা, নলদা - মৌভোগ ও মূলঘর এ তিনটি ইউনিয়নের বিভিন্ন জনবহুল স্থানে জনগণকে শিশুদের পানিতে ডুবে মরা প্রতিরোধে সচেতনতা মূলক মাইকিং করা হয়। মাসব্যাপী জেলার পঁচাত্তরটি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত