শিক্ষক- কর্মচারী সংগ্রাম কমিটি

মোরেলগঞ্জে মানববন্ধন স্মারকলিপি পেশ

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৫:০১ পিএম, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮ | ১০৬৬

বে-সরকারি শিক্ষক কর্মচারীদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করন সহ ১১ দফা দাবিতে মোরেলগঞ্জে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি পেশ করছে।


দুপুরে বিক্ষোভ মিছিল মোরেলগঞ্জ বাজার প্রদক্ষিন করে উপজেলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন উপজেলার ১৬ ইউনিয়ন ও পৌর সভার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান সহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক শিক্ষিকা অংশগ্রহন করেন।

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উপজেলা আহবায়ক আলী আহম্মদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষিকা সাজেদা খাতুন, প্রধান শিক্ষক আবু সালেহ, ইউনুছ আলী আকন, অধ্যাপক মাইনুল হোসেন, মো. লুৎফর রহমান, সুভাষ চন্দ্র হালদার, মো.কামরুজ্জামান, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ। মানববন্ধন ও আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত