দেড় মন কারেন্ট জাল উদ্ধার

চিতলমারীতে চার ব্যাবসায়ীকে অর্থদন্ড

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৫:৫৭ পিএম, শনিবার, ৩ অক্টোবর ২০২০ | ৮০৩

চিতলমারীতে সরকারি নির্দেশ অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করায় চার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড দিয়েছেন। এ সময় দেড় মন কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়। শনিবার বেলা ১২ টায় সদর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে এ অর্থদন্ডাদেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, শনিবার উপজেলা সদর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৫ ধারা অনুযায়ী নিষিদ্ধ কারেন্ট জাল মজুত ও সংরক্ষনের অপরাধে আল আমিন শেখকে তিন হাজার, মোঃ শাহিনকে তিন হাজার, মোঃ ইসমালকে দুই হাজার ও মোঃ জুয়েলকে দুই হাজার মোট ১০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেয়া হয়।

অভিযানের সময় চারটি দোকান থেকে নিষিদ্ধ প্রায় ৬০ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। উদ্ধারকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত