প্রাইভেট না পড়ার জের

চিতলমারীতে দুই শিক্ষকের প্রহারে শিক্ষার্থী গুরুতর আহত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:৫৭ পিএম, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮ | ৫৯৯

চিতলমারীর খালিশপুরে প্রাইভেট না পড়ার জের ধরে দুই শিক্ষকের মারপিটে সুদিপ্ত বিশ্বাস (১৪) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত ওই ছাত্রকে শনিবার বিকালে চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দিতে ওই শিক্ষার্থীর বাবা-মাকে হুমকি-ধামকি দিচ্ছেন। সন্ধ্যায় হাসপাতালের গেটে দাঁড়িয়ে এমনটি জানিয়েছেন সুদিপ্তর বাবা সুশান্ত বিশ্বাস।


সুশান্ত বিশ্বাস আরও জানান, তার ছেলে সুদিপ্ত বিশ্বাস এস এস নিকেতন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সে এক সময় ওই স্কুলের সহকারি শিক্ষক রণজিৎ বিশ্বাসের কাছে গনিত প্রাইভেট পড়ত। কিন্তু শিক্ষক রণজিৎ বিশ্বাস প্রায়ই ভারতে যাতায়াত করার কারণে তার ছেলের রেজাল্ট খারাপ হয়। সেই কারণে ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ানো বন্ধ করে দেয়া হয়। ওই শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ার কারনে শনিবার দুপুরে স্কুলের প্রধান শিক্ষক অনাদি বিশ্বাস ও সহকারি শিক্ষক রণজিৎ বিশ্বাস জোড়া বেত দিয়ে বেদম প্রহার করে। একপর্যায়ে সুদিপ্তকে অচেতন অবস্থায় ভ্যানে করে বাড়িতে আসলে তাকে সন্ধ্যায় চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।


চিতলমারী এস এস নিকেতন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদি বিশ্বাস ও সহকারি শিক্ষক রণজিৎ বিশ্বাস বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, সুদিপ্ত একটু বেয়াদপ টাইপের। সে স্কুলে এসে সিগারেট খায়। নিষেধ করায় না শোনায় তাকে কটু কথা বলা হয়েছে। মারপিটের কোন ঘটনা ঘটেনি।

চিতলমারী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. গৌতম মন্ডল বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, সুদিপ্ত বিশ্বাসকে বেদম মারপিট করা হয়েছে। তার সুস্থ্য হতে বেশ কিছুদিন সময় লাগবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত