শরণখোলায় পিটিয়ে কৃষক হত্যার ঘটনায় মামলা: দুই নারী আসামী গ্রেপ্তার

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৬:২১ পিএম, বুধবার, ২৬ আগস্ট ২০২০ | ৪৮১

বাগেরহাটের শরণখোলায় পিটিয়ে কৃষক হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার সকালে দুই নারীসহ সাত জনকে আসামী করে শরণখোলা থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহত জাকির জমাদ্দারের (৫৩) স্ত্রী শিউলি বেগম। পুলিশ দুই নারী আসামীকে গ্রেপ্তার করেছে।

আসামীরা হলেন, নিহত জাকিরের চাচা হালিম জমাদ্দারের ছেলে মন্টু জমাদ্দার, সেন্টু জমাদ্দার, সেলিম জমাদ্দার, মন্টুর স্ত্রী শিল্পী বেগম, সেন্টুর স্ত্রী মাসুমা বেগম, মন্টুর শ্যালক পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের ছত্তার হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার ও মিলন হাওলাদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধাসনাগর ইউনিয়নের পূর্ব ধানসাগর গ্রামে ছাগলে বীজতলা খাওয়ার অপরাধে তিন চাচাতো ভাই, তাদের স্ত্রী ও শ্যাল্যকেরা মিলে জাকিরকে বেদম পেটায়। রাত ৮টার দিকে শরণখোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, মামলার এজাহারভুক্ত আসামী শিল্পী বেগম ও মাসুমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়না তদন্তের জন্য সকালে লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত