বাগেরহাটে আনছার কমান্ডারের বাড়িতে ডাকাতি

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:৩৭ পিএম, রোববার, ১৬ আগস্ট ২০২০ | ৯৭৫

বাগেরহাট সদর উপজেলার দক্ষিন খানপুর গ্রামে ইউনিয়ন আনছার ও ভিডিপি কমান্ডারের বাড়িতে দুর্ধষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিন্মি করে নগত টাকা ও স্বর্ণালোংকার সহ প্রায় ৫লক্ষাধীক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। ডাকতদের হামলায় গৃহকর্তা ও তার স্ত্রী গুরুত্বর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনা স্থান পরির্দশন করেছেন। ঘটনাটি ঘটেছে ১৫ আগষ্ট গভীর রাতে।

ভুক্তভোগী দক্ষিনখানপুর গ্রামের মৃতঃ শেখ হাসান আলীর পুত্র মোঃ ইউনুস আলী বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ঘটনার দিন গভীর রাতে একদল মুখোশধারী ডাকাত তার বাড়িতে প্রবেশ করে। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই মুখোশধারী ডাকাতরা দম্পতিকে অস্ত্রের মুখে জিন্মি করে দুইবাড়ির মালামাল লুট করে নেয়। এসময় ডাকাতদের বাধা দিলে তারা গৃহকর্তা ইউনুস ও তার স্ত্রী সালমা বেগমকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সকালে লোকমুখে খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে মুমূর্ষু অবস্থায় উর্দ্ধার করে বাগেরহাট সদর হাসাপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন ঘটনা স্থান পরিদর্শন করেছেন। এরিপোট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত