২৫৪ মামলায় ৮৭৮০০ টাকা জরিমানা

রামপালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার

রামপাল প্র্রতিনিধি

আপডেট : ০৮:১১ পিএম, বুধবার, ১২ আগস্ট ২০২০ | ৭৯৪

রামপালে গত ২৩ মার্চ থেকে এ পর্যন্ত স্বাস্থ্য বিধিমালা অধ্যাদেশের আওতায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোট ১০২ অভিযান পরিচালনা করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস জানান, এ উপজেলার মানুষকে সামাজিক দূরত্ব মেনে চলা ও বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যাবহারেে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। মানুষ যাতে মহামারি করোনাকে প্রতিরোধ করে সুস্থ জীবন যাপন করতে পারেন সে জন্য সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বাস্থবিধি না মানায় এ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের ১০২ টি অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময়ে ২৫৪ টি মামলা দায়ের করে ৮৭ হাজার ৮০০ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। করোনার প্রাদূর্ভাব না কমা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি এ প্রতিবেদককে জানান। কেউ স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে বিধি অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে। তিনি সকালের সহযোগিতা কামনা করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত