মোরেলগঞ্জে বৃষ্টির পানি সংরক্ষণ বিষয়ে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৬:০২ পিএম, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ | ৫০২

মোরেলগঞ্জে মুজিব বর্ষের উপহার হিসেবে আধুনিক পদ্ধতিতে বৃষ্টির পানি সংরক্ষণ,স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ে মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

এনজিও ফাউন্ডেশনের সহযোগীতায় বেসরকারি সংস্থা রাস্টিক এর ‘অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের সুপেয় পানীয় জলের সংকট নিরসন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন রাস্টিক মোরেলগঞ্জ উপজেলা সমন্বয়কারি মো. আবুল কালাম খান।

বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, ভিডিএফ’র নির্বাহী পরিচালক মো. আমির হোসেন, প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, মুক্তিযোদ্ধা মো. আয়নাল হোসেন, সুখরঞ্জন হালদার ও আব্দুস সাত্তার তালুকদার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত