বাগেরহাটে নির্মিত হচ্ছে পর্যটন মোটেল

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:৩৮ পিএম, শুক্রবার, ২৪ জুলাই ২০২০ | ৫৬৩

বাগেরহাটে পর্যটন করপোরেশনের অধীনে একটি মোটেল নির্মিত হচ্ছে। বাংলাদেশ পর্যটন করপোরেশন এর একটি প্রকল্পে এই বহুতল বিশিষ্ট ভবন নির্মানের কাজ দ্রুত গতিতে চলছে।জানা যায়, খানজাহান আলী (রাঃ)মাজারের সন্নিকটে ষাট গম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর নামক স্থানে এটি নির্মিত হচ্ছে।

বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পীর খান জাহান আলী (রাঃ) মাজার, সুন্দরবন সহ ঐতিহাসিক ও পুরকীর্তি নিদর্শন, দর্শনীয় স্থানে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আগমন ঘটে। বাগেরহাটে এই সব পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দের জন্য একটি মান সম্মত থাকার স্থানের অভাব রয়েছে। বেশিরভাগ পর্যটক রাতে খুলনায় অবস্থান করেন।

সকল দিক বিবেচনায় বাগেরহাটে নির্মিত হচ্ছে এটি। ষাট গম্বুজ ইউপি চেয়ারম্যান ও বাগেরহাট সদর থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বাগেরহাট ০২ আসনের সংসদ সদস্য ও পর্যটন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য শেখ তন্ময় পর্যটকদের নিরাপত্তা ও অধিকতর সুবিধা সম্পন্ন বিশ্রাম, আবাসনের জন্য এটি নির্মানের উদ্যোগ নিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত