বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম আয়োজিত টকশো “ আজকের বাগেরহাট ” এ বক্তাদের আহবান

শিশু শিক্ষার্থীদের বাড়ীতে বসে পড়াশুনা করার আহবান

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:৪০ পিএম, বুধবার, ৮ জুলাই ২০২০ | ৭৮৪

আজকের বাগেরহাট

শিশু শিক্ষার্থীদের বাড়ীতে বসে পড়াশুনা করার আহবান জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.কবির উদ্দিন। এতে অভিবাবকদের আরো আন্তরিক হবার অনুরোধ করেন। এসময়ে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মামুন হাসান বলেন, শিশুরা সুরক্ষায় থেকে টিকা গ্রহন করতে পারবেন।

বুধবার রাতে বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম আয়োজিত টকশো “ আজকের বাগেরহাট ” এ যুক্ত অতিথিরা এ আহবান জানান।

বাগেরহাটের জনপ্রিয় সংবাদ মাধ্যম বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও প্রকাশক খোন্দকার নিয়াজ ইকবাল এর সঞ্চালনায় আলোচনায় আরো অংশ নেন বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর প্রতিনিধি সেলিম সুলতান সাগর।


প্রতিদিনের খবরব-খবর নিয়ে বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর নিয়মিত টকশো প্রতিরাত ৯টায় সরাসরি ফেজবুক পেজ ও ইউটিউবে প্রচার হচ্ছে। এলাকার মানুষের প্রত্যাশা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌছে দিতে এ আয়োজন। এ অনুষ্ঠানটি ইতোমধ্যে জেলায় ব্যাপক সারা যুগিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত