মোরেলগঞ্জে গৃহবধূ সহ ২ জনের করোনা সনাক্ত

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৫:২৯ পিএম, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ | ৮৩৭

প্রতিকী ছবি

মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়ন ও খাউলিয়া ইউনিয়নে গৃহবধূসহ ২ জনের করোনায় সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুফতি কামাল হোসেন গৃহবধূর তানিয়া (৩১) করোনা পজেটিভের বিষয়টি বাগেরহাট টুয়েন্টি ফোরকে নিশ্চিত করেছেন। অপরদিকে আমতলী বাজারের তাহেরা ফার্মেসীর মালিক মোতাসিম বিল্লাহ (৪৫)করোনা পজেটিভ।

বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান লাল বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, উত্তর সুতালড়ী গ্রামের ২ সন্তানের জননী তানিয়া ও তার স্বামী সোহাগ হাওলাদার চট্রগ্রামে দিনমজুরের কাজ করত। গত দুই মাস আগে তারা গ্রামের বাড়ি আসে। চলতি মাসের ৬ জুন ঐ গৃহবধূ খুমেক হাসপাতালে অসুস্থ মাকে দেখতে যান। সেখান থেকে ১০ জুন বাড়িতে আসে। সে সময়ই স্থানীয় লোকজনের অভিযোগে তাদের বাড়ি লকডাটন করা হয়। এরই মধ্যে তানিয়া জ¦র সহ করোনার উপসর্গ দেখা দিলে ১৫ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুফতি কামাল হোসেন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, তানিয়ার বর্তমান অবস্থা কিছুটা ভালো হলেও শুক্রবার তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হবে। ইতোমধ্যে তাদের আশেপাশের চারটি বাড়ি লকডাটন করা হয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

অপরদিকে মোরেলগঞ্জ উপজেলার আমতলী বাজারের তাহেরা ফার্মেসীর মালিক মোতাসিম বিল্লাহর করোনা পজেটিভ। সীমান্তবর্তী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা পরীক্ষা করা হয়। বাগেরহাট টুয়েন্টি ফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরিদা ইয়াসমিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত