ইমাম-মুয়াজ্জিমদের মাঝে

চিতলমারীতে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা প্রদান

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৪:৪৭ পিএম, সোমবার, ৮ জুন ২০২০ | ৬৮৯

চিতলমারীতে মরণঘাতি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি মোকাবিলার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রণোদনা ভাতা ইমাম-মুয়াজ্জিমদের মাঝে প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে এ প্রণোদনা ভাতা প্রদানের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিাসার মোঃ মারুফুল আলম।

উপজেলা প্রশাসনের তত্ত¡াবধানে ও বাগেরহাট ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উপজেলার ৭ ইউনিয়নের ৩১৩ জন ইমাম-মুয়াজ্জিমের মাঝে এ প্রণোদনা ভাতা প্রদান করা হয়। প্রতিজন ইমামকে ৩ হাজার ও মুয়াজ্জিমকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, বাগেরহাট ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ আবুল কাসেম, মডেল কেয়ারটেকার মোঃ শাহিদুল ইসলাম, চিতলমারী উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত