সন্ধ্যায় উপকুলে আঘাত হানতে পারে

মোংলায় ১০ নম্বর মহা বিপদ সংকেত

মো.মাসুদ রানা,মোংলা

আপডেট : ১১:২৯ এএম, বুধবার, ২০ মে ২০২০ | ৮৯৭

ঘূর্নিঝড় আমফান

মোংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলাসহ সুন্দরবন ও আশপাশ উপকূলীয় এলাকা জুড়ে বুধবার বেলা দেড়টার দিকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে,নদীর পানি স্বাভাবিকের চেয়ে অনেকটা বেড়েছে। সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসন ও পৌর সভার পক্ষ থেকে সাইক্লোন সেল্টারে আসা মানুষদের রোজা রাখার জন্য সাহরীও শুকনা খাবারের ব্যাবস্থা করা হয়েছে।

মোংলা উপজেলার ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসুচি ( সিপিপি) সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, মোংলায় ১০ নম্বর মহা বিপদ সংকেত দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘূর্নিঝড় আমফান মংলা সমুদ্র বন্দর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিন পশ্চিম দিকে অবস্থান করছিলো এবং উত্তর উত্তর পুর্ব দিকে অগ্রসর হচ্ছে। বাতাসের একটানা গড় দমকা হাওয়া ঘন্টায় ২২০ কিলোমিটার পর্যন্ত। তবে সন্ধ্যার দিকে এটি উপকুলে আঘাত হানতে পারে বলে ধারনা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত