রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় শ্রমিকদের বিক্ষোভ

এম,এ সবুর রানা, রামপাল

আপডেট : ০৫:৩৪ পিএম, সোমবার, ৪ মে ২০২০ | ১০২৪

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় শ্রমিকদের বিক্ষোভ

বাড়ি ফেরাসহ বিভিন্ন দাবিতে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মরত ভারতীয় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ কেন্দ্রের সামনে অবস্থান করছেন। অনেকে পায়ে হেটে রওনা হয়েছেন এমন খবরও পাওয়া গেছে। সোমবার দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর বাঁধা উপেক্ষা করে কয়েকশ ভারতীয় শ্রমিক বিদ্যুৎকেন্দ্রের সীমানা অতিক্রম করে রাস্তায় বের হয়ে আসেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাঁধা দিলে তারা বিক্ষোভ করেন। এদের মধ্যে অনেকে পায়ে হেটে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে খুলনা-মোংলা মহাসড়কের বাবুর বাড়ি মোড়ে এসে পৌছান। শ্রমিকদের বিষয়টি সমাধানের জন্য তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌছেছেন।

কয়েকজন শ্রমিক বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করছি। করোনা পরিস্থিতিতে আমরা ঠিকমত পরিবার ও স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছি না। লকডাউনের দোহাই দিয়ে আমাদেরকে বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না। ঠিকমত খাবারও পাচ্ছি না। আমরা যেকোন মূল্যে বাড়িতে (ভারতে) যেতে চাই বলে চিৎকার করতে থাকেন শ্রমিকরা।

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, শ্রমিকদের ভেতরে একটু ভুল বুঝাবুঝি হয়েছে, আমরা সেটা সমাধান করে বিদ্যুৎ কেন্দ্রের ব্যারাকে ফিরিয়ে এনেছি। সমস্যা সমাধানের জন্য বাগেরহাট জেলা প্রশাসক মামুন উর রশিদ মহোদয় এবং বাগেরহাটের পুলিশ সুপার মহোদয় শ্রমিকদের সাথে কথা বলেছেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেছেন।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, দীর্ঘদিন পরিবারের সাথে যোগাযোগ করতে না পারায় শ্রমিকদের মধ্যে এক ধরনের হতাশার সৃষ্টি হয়েছে। তাই বাড়িতে যাওয়ার দাবিতে কিছু শ্রমিক বাইরে অবস্থান নিয়েছেন। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত