করোনা মোকাবেলায়

পিরোজপুরে সেনাবাহিনীর সদস্যদের বাজার ও বিভিন্ন স্থান পরিদর্শন

পিরোজপুর প্রতিনিধি

আপডেট : ০৩:০৪ পিএম, শনিবার, ২৮ মার্চ ২০২০ | ৬৭৭

পিরোজপুরে করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শহরের বাজার পরিদর্শন ও সচেতনতার জন্য মাইকিং করেছে সেনাবাহিনীর সদস্যরা। আজ শনিবার সকালে সদর উপজেলার বাজার ও শহরের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বাজার পরিদর্শন ও সচেতনতার জন্য মাইকিং করে সেনাবাহিনীর সদস্যরা।

বাজার সম্পূর্ন নিয়ন্ত্রণে রাখা নির্দেশিত দোকানপাট বন্ধ রাখা শহরের বিভিন্ন জায়গায় জমায়েত না করা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও তৎপরতা রয়েছে।

জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন বাগেরহাট২৪কে জানান, বাজারের কয়েকটি দোকান বাদে সব দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বাজারে কোন পন্যের ঘাটতি নেই। জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা বাজার ও শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করছে। এ পর্যন্ত প্রায় ২৫০ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত