বাগেরহাট-৪ উপনির্বাচন

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোট চাইলেন নৌকার প্রার্থী

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৬:৪২ পিএম, শনিবার, ১৪ মার্চ ২০২০ | ৪৯৭

বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর প্রচার-প্রচারণা জমে উঠেছে। নৌকার প্রার্থী এ্যাডভোকেট আমিরুল আলম মিলনের পোষ্টারে ছেয়ে গেছে হাট-বাজার, পাড়া-মহল্লা। শরণখোলার চারটি ইউনিয়ণের মধ্যে আজ শনিবার একই দিনে দুটি ইউনিয়নে নৌকার সমর্থনে নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে। তবে, একমাত্র প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিশ্র’র এ পর্যন্ত কোথাও কোনো পোষ্টার বা প্রচারণা চলতে দেখা যায়নি।


সকাল ১১টায় খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনের সভাপতিতে এবং বিকেল পাঁচটায় সাউথখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু রাজ্জাক আকনের সভাপতিত্বে নৌকা মার্কার দুটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। দুটি সভাতেই নৌকার প্রার্থী এ্যাড. আমিরুল আলম মিলন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য উপস্থিত জনগণের প্রতি আহবান জানান।


সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক, শরণখোলার প্রবীন আওয়ামীলীগ নেতা মো. মোজাম্মেল হোসেন, এমএ রশিদ আকন, এম সাইফুল ইসলাম খোকন, নির্বাচন কালীন নৌকা মার্কার প্রধান সমন্বয়ক আব্দুল হক হায়দার, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদস্য সচিব আজমল হোসেন মুক্তা, শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, যুবলীগের আহবায়ক ও রায়েন্দা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, সাউথখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ প্রমূখ।


শরণখোলায় নৌকার সমর্থনের সর্বশেষ সভা আগামী ১৮মার্চ রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত