শিশু পাচার ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ মোল্লাহাটে মতবিনিময়

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৭:০৬ পিএম, বুধবার, ১১ মার্চ ২০২০ | ৭০২

শিশু পাচার ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রশাসনিক/প্রাতিষ্ঠানিক কাঠামোর ভূমিকা পর্যবেক্ষণে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ’র আয়োজনে বুধবার সকাল ১১টায় প্রেসক্লাব মোল্লাহাট’র সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের কো-অর্ডিনেটর অ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও উপজেলা মহিলালীগ সভাপতি অবঃ প্রধান শিক্ষক আম্বিয়া জামান ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অবঃ প্রধান শিক্ষক আব্দুল্লাহিল কাফী।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম-মাওলানা আব্দুল আজিম, আব্দুস ছাত্তার জামে মসজিদের ইমাম-মাওঃ মোঃ শহিদুল ইসলাম, নিকাহ রেজিঃ ইহছানুল আলম (বাবুল), প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির আলী, প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, সাংবাদিক এস,এম, মিজানুর রহমান, ইনসিডিন বাংলাদেশের শাখা ব্যাবস্থাপক মোঃ ইকরাম হোসেন ও সৈয়দ মারুফুল ইসলাম প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত