চিতলমারীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৩:০৫ পিএম, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ | ৪৭৯

‘দূর্যোগ ঝুঁকি হ্রাস পূর্বক প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি।’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় র‌্যালী, আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

চিতলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ জানান, দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে এক র‌্যালী বের হয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। র‌্যালীতে স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ, শিবপুুর ইউনিয়ন পরিষদ চেয়ায়ারম্যান ওয়াহিদুজ্জামান কাকা মিয়া ও বিভিন্ন দপ্তরের প্রধানগন।

আলোচনা সভা শেষে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত