মোল্লাহাটে মতবিনিময় সভা

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৫:৪৬ পিএম, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০ | ১০৫৪

মোল্লাহাটে “পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০”এবং বিধিমালা, ২০১৩ প্রয়োগ ও বাস্তবায়ন শীর্ষক উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মোল্লাহাট উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর খুলনা (মংলা)’র আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা হয়। সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা।

বিশেষ অতিথি ছিলেন-খুলনা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক রাধেশ্যাম নাথ, ও মুখ্য পরিদর্শক (মংলা) সরজিত সরকার, উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবঃ অধ্যক্ষ আসগর আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও উপ-পুলিশ পরিদর্শক শাহিন।

এছাড়া উপস্থিত ছিলেন-সাংবাদিক মোঃ আমির আলী, মোঃ জেহাদ সিকদার ও উপ-সহকারী পাট কর্মকর্তা নিলয় মল্লিক প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পাট অধিদপ্তরের পরিদর্শক মজিবর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত