স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে কলেজ ছাত্রের জরিমানা

স্টাফ রির্পোটার

আপডেট : ০৬:২৭ পিএম, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ | ৬৫০

বাগেরহাটের চিতলমারীতে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে কলেজ ছাত্র সজীব সরদার (২০) কে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর ২ টায় চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বসে এ জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফুল আলম এ জরিমানা আদায় করেন। সজীব উপজেলার হিজলা গ্রামের মোঃ নজরুল সরদারের ছেলে ও বাগেরহাটর সরকারি পিসি কলেজের ছাত্র।

চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ জানান, প্রতিদিনের ন্যায় ওই ছাত্রী ভ্যানযোগে স্কুলে আসছিল। পথিমধ্যে বাগেরহাট সরকারি পিসি কলেজ ছাত্র সজীব সরদার তার ভ্যানে লাফিয়ে ওঠে।

এ সময় সে ছাত্রীটির ছবি মোবাইল ফোনে তোলার চেষ্টা করলে ছাত্রী ভ্যান থেকে নেমে দৌড়ে স্কুলে এসে শিক্ষকদের বিষয়টি জানায়। স্কুলে থাকা কয়েকজন অভিভাবক গিয়ে সজীব ও ভ্যান চালককে ধরে নিয়ে আসে। পরে তিনি (প্রধান শিক্ষক) বিষয়টি স্কুল ম্যানজিং কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে অবহিত করেন।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফুল আলম জানান, সব কিছু বিবেচনা করে কলেজ ছাত্র সজীবকে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে সজীবের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত