চিতলমারীতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৫:৫৩ পিএম, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ | ৬২৯

বাগেরহাটের চিতলমারীতে বাল্যবিয়ের অভিশাপ থেকে এক কিশোরী মুক্তি পেয়েছে। সে উপজেলার খলিশাখালী গ্রামের তাপস মন্ডলের মেয়ে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম শুক্রবার রাতে খবর পেয়ে তার বিয়ে বন্ধ করেন। এ নিয়ে গত ১৫ দিনে এখানে ৪ টি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফুল আলম জানান, শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে খবর পেয়ে চরবানিয়ারী ইউনিয়নের খলিশাখালী গ্রামের তাপস মন্ডলের একাদশ শ্রেনীতে পড়ুয়া মেয়ে মুক্তি মন্ডলের (১৭) বিয়ে বন্ধ করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের বাবার কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আগে থেকে পার্শ্ববর্তী মোল্লাহাট উপজেলা থেকে আগত বরসহ বরপক্ষের লোকজন পালিয়েছে। এ নিয়ে গত ১৫ দিনে চিতলমারী উপজেলায় ৪ টি বাল্যবিয়ে বন্ধ ও জরিমানা আদায় করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত