শরণখোলায় দুটি মাছের ঘেরে বিষ প্রয়োগ, পাঁচ লাখ টাকার ক্ষতি

মহিদুল ইসলাম, শরণখোলা প্রতিনিধি

আপডেট : ০৫:০৯ পিএম, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ | ৫০০

বাগেরহাটের শরণখোলায় দুটি মাছের ঘেরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। বিষক্রিয়ায় বিভিন্ন প্রজাতির মাছ মরে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত সোমবার ও বুধবার (১৩ ও ১৫ জানুয়ারি) রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি গ্রামের রাজ্জাক ফকির এবং তার ভাই বাদল ফকিরের ঘেরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে।

ঘেরের সব মাছ মেরে ফেলায় দারুণ হতাশায় পড়েছে দরিদ্র দুই পরিবার। এঘটনায় ক্ষতিগ্রস্তরা শরণখোলা থানায় অভিযোগ দায়ের করেছেন।

রাজ্জাক ফকিরের স্ত্রী রাশিদা বেগম জানান, বাড়ির সামনে পাঁচকাঠা জমিতে ৭-৮বছর ধরে মাছের চাষের পাশাপাশি সবজি চাষ করছেন তারা। ঘেরে রুই,কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় তিন লাখ টাকার মাছ ছিলো। বিষে সমস্ত মাছ মরে গেছে। দুর্বৃত্তরা সবজির গাছও উপড়ে ফেলেছে।

বাদল ফকিরের ছেলে ফরিদ হোসেন জানান, তাদের ঘেরের প্রায় আড়ই লাখ টাকার মাছ মারা গেছে। তারা সোনালী ব্যাংক থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে ঘেরে মাছ ছাড়েন। এখন ব্যাংকের ঋণ পরিশোধের দুঃশ্চিন্তায় পড়েছেন তারা।

মাসখানের আগে প্রতিবেশী রতন হাওলাদারের পরিবারের সাথে তুচ্ছ বিষয় নিয়ে মারামারি হয়। প্রতিশোধ নিতে তারা ঘেরে বিষ দিয়েছে বলে তাদের ধারণা।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল সাইদ জানান, ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত