চিতলমারীতে শীতে ক্ষতিগ্রস্থ বোরো বীজতলা

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৮:২৮ পিএম, শনিবার, ১১ জানুয়ারী ২০২০ | ৬৪৩

চিতলমারীতে তীব্র শীতে বোরো বীজতলার ব্যাপক তি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকেরা বীজতলা নিয়ে চরম বিপাকে পড়েছেন। পর পর কয়েক দফা প্রাকৃতিক বিপর্যয়ে তিগ্রস্থ চাষিদের শেষ ভরসা ছিলো বোরো আবাদ। কিন্তু চলতি মৌসুমে বীজতলা নষ্ট হওয়ায় সময় মত ধান রোপন করতে না পেরে তারা দুশ্চিন্তায় পড়েছেন।


স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলার ৭টি ইউনিয়নে ২১ টি ব্লক রয়েছে। এখানে প্রতি বছর প্রায় ৩০ হাজার একর জমিতে বেরো ধানের আবাদ হয়ে থাকে। এ বছর ১ হাজার ৪৮৭ একর জমিতে বোরো বীজ ফেলা হয়েছে। এখানে কমপক্ষে ২৫-৩০ হাজার কৃষক পরিবার এই বোরো ধানের আবাদের সাথে জড়িত রয়েছে।


উপজেলার বিভিন্ন স্থানের চাষিদের সাথে কথা বলে জানা গেছে, জানুয়ারী মাসের শুরু থেকে এ এলাকায় পুরোদমে বোরো রোপণের মৌসুম আরম্ভ হয়। এ সময় অধিকাংশ জমিতে চাষাবাদ শুরু করা হলেও এ বছর আবহাওয়ার কারণে নানা সমস্যা দেখা দিয়েছে। সম্প্রতি তীব্র শীত ও শৈতপ্রবাহে বেশিরভাগ বোরো বীজতলার চারা নষ্ট হয়ে যাওয়ায় চাষিরা চরম বিপাকে পড়েছেন। এ পরিস্থিতিতে বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় কৃষককেরা দিশেহারা হয়ে পড়েছেন।


উপজেলার কুরমনি গ্রামের বোরো চাষি কেষ্ট বড়াল, নীল রতন পাল, রঞ্জন বসু, বুদ্ধ বসু, সুশসাইলের ইউসুপ শেখ, পাটরপাড়ার শওকাত বিশ্বাস, খেলাফাত তালুকদার, সাহিদুল ইসলাম ও শ্যামপাড়া গ্রামের ইলিয়াছ হোসেনসহ অনেক চাষি হতাশা প্রকাশ করে জানান, এ বছর শীতে তাদের অধিকাংশ বীজতলার বোরো ধানের চারা নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে তারা বোরো আবাদ করবেন সেই চিন্তায় দিন কাটাচ্ছেন।


এ ব্যাপারে চিতলমারী উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার জানান, শীতে বোরো বীজতলার কিছুটা তি হয়েছে। আস্তে আস্তে সে অবস্থা সেরে যাচ্ছে। আবহাওয়া জনিত কারণে আবাদের সময় কিছুটা পিছিয়ে গেছে। এ ব্যাপারে চাষিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত