মুজিববর্ষ পালনের লক্ষে ফকিরহাটে ব্যাপক কর্মসূচি গ্রহন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৯:০১ পিএম, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০ | ১০৬৩

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে (মুজিববর্ষ) যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি মুলক আলোচনা সভা বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহমা সুলতানা বুশরা, মডেল থানা পুলিশের অফিসার ইনচাজ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার, মৎস্য অফিসার অভিজিৎ শীল, প্রাণী সম্পাদ অফিসার পুষ্পেন শিকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, খান শামীম জামান পলাশ, এ্যাডঃ হীটলার গোলদার, মোঃ রেজাউল করিম ফকির ও লখপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আহম্মদ সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সভায় মুজিববর্ষ পালনের লক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসুচির মধ্যে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সকল শ্রেণী পেশার নাগরিকদের নিয়ে একযোগে আনন্দ শোভাযাত্র, বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক স্থিরচিত্র, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন বিষয়ক আলোচনা সহ ব্যাপক কর্মসুচি গ্রহন করা হয়(পিকেএ)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত