ফকিরহাটে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে কৃষক প্রশিক্ষণ

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৯:১০ পিএম, বুধবার, ৮ জানুয়ারী ২০২০ | ৪৭৪

নিরাপদ সবজি উৎপাদন ও বালাই ব্যবস্থাপনা বিষয়ক দুইদিনের কৃষক প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর (জিকেবিএসপি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার বিকেল ৩টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিরাপদ সবজি উৎপাদন ও বালাই ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষনের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ খামারবাড়ী ক্রপস উইং এর (ভারপ্রাপ্ত) পরিচালক মোঃ আলীমুজ্জামান মিয়া।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ কর ও জেলা প্রশিক্ষণ অফিসার দিপক কুমার রায়।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় কুমার দত্ত, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন কুমার সেন সহ ৩০জন কৃষক-কৃষাণীরা এতে অংশ গ্রহন করেন।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে নিরাদ সবজি উৎপাদন ও বালাই ব্যবস্থাপনার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত