খুলনা মোংলা মহাসড়কে দুইটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৭:২০ পিএম, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯ | ১১৪৯

খুলনা-মংলা মহাসড়কের চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে দুইটি ট্রাকের মুখোমুুখি সংঘর্ষে ট্রাক চালক ঘটনা স্থলেই নিহত হয়েছেন। সোমবার ভোরে ভট্টবালিয়াঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মোংলা হতে খুলনা গামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক (যশোর-ট-১১-১৬৪৯) চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌছালে খুলনা থেকে মোংলাগামী গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৯৭২৪) ঘটনা স্থলে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় সিমেন্ট বোঝাই ট্রাকটি খাদে পড়ে গেলে ঘটনা স্থলেই গাড়ির চালক যশোর জেলার বসুন্দিয়া এলাকার বাদল (৩৭) নিহত হন। এসময় ট্রাকের হেলপার একই এলাকার শাহাজান আলীর পুত্র নিমুন (১৮) গুরুত্বর আহত হয়েছেন। পরে লোক মুখে খবর পেয়ে কাটাখালী হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ট্রাক দুটিকে আটক করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাগেরহাট মডেল থানায় কোন মামলা দায়ের হয়নী। উল্লেখ্য চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে দীর্ঘদিন ধরে মহাসড়ক দখল করে অঘোষিত ট্রাক ট্রার্মিনালে পরিনত করে গাড়ী পার্কিং করায় উক্ত সড়ক র্দুঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত