ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনে ২২ দেশের প্রতিনিধি

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:৫৪ পিএম, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯ | ৭৬১

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করলেন ২২ দেশে লেখক, সাহিত্যিক ও গণমাধ্যমসহ ৪২ জন প্রতিনিধি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তারা দুটি বাসে ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনে আসেন। ঘণ্টা খানেক ষাটগম্বুজ মসজিদের বিভিন্ন নিদর্শন দেখার পরে সুন্দরবন পরিদর্শনে রওনা দেন বিদেশি এই প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে জার্মানের উরস আনকাউফ, বারলিনের তমাস চিলিবেক, ব্রাজিলের জর্জ কারলোস, ইন্ডিয়ার মেহেন্দ্রা ভেদ, অসিম কামাল, নেপালের সামা থাপা, অমেরেন্দ্রাকুমার জাদব, নেদারল্যান্ডস, মালদ্বিপ, নাইজেরিয়াসহ ২২টি দেশের ৪২ জন লেখক, সাহিত্যক ও গণমাধ্যম কর্মীরা রয়েছেন।

ষাটগম্বুজ পরিদর্শনের সময় বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল্লুর রহমান, প্রতœতত্ব অধিদপ্তর বাগেরহাটের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউসসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদের পক্ষে ফিলিপাইনেরে ড. সুনিতামুখী বলেন, বাংলাদেশ অনেক সুন্দর জায়গা। এখানে ঐতিহ্যবাহী কয়েকটি স্থাপনা রয়েছে। ষাটগম্বুজ মসজিদটি মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন। এটা দেখে আমাদের ভাল লেগেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত