চিতলমারীতে ছিনতাই করে পালানোর সময় যুবক আটক

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৮:১৫ পিএম, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ | ৪৩০

চিতলমারী এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মনিরা খানমের গলার স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় রুহুল মোল্লা (২৭) নামের এক যুবককে ধরে জনতা পুলিশের কাছে সোপর্দ করেছে। সোমবার রাত ৯ টার সময় উপজেলা পরিষদের মধ্যে আবাসিক ভবনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আটককৃত রুহুল মোল্লা উপজেলার শিবপুর গ্রামের আলী মোল্লার ছেলে।

উপ-সহকারী প্রকৌশলী মুনিরা খানম সাংবাদিকদের জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি বাসায় রান্না করছিলেন। এ সময় আটককৃত ওই যুবক কলিংবেল চাপেন। কলিংবেলের শব্দ পেয়ে তিনি দরজা খোলা মাত্র উক্ত যুবক তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর সময় ডাক চিৎকারে আশেপাশের থেকে লোক জন ছুটে এসে ছিনতাইকারিকে হাতেনাতে ধরে পুলিশে দেয়।


এ ব্যাপারে চিতলমারী থানার ওসি (তদন্ত) বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, উপ-সহকারি প্রকৌশলী মুনিরা খানমের গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকজন ছিনতাইকারীকে ধরে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত