মোরেলগঞ্জে গবাদী পশু পুষ্টিকরণ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৭:৪৫ পিএম, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ | ৮৩৩

মোরেলগঞ্জে দারিদ্রতা দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বৈজ্ঞানীক উপায়ে গবাদী প্রাণী হৃষ্ট পুষ্টিকরন বিষয়ক খামারিদের ৩দিন ব্যাপী প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের আওতাধীন স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী(জাইকা) সহায়তায় সোমবার সকাল ১১টায় সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু।

প্রশিক্ষনে অন্যন্যের মধ্যে আলোচনা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ইউডিএফ-এর উপজেলা পরিচালনা উন্নয়ন পকল্প সমন্বয়কারি নূরজাহান খাতুন, এলইউএ মো. আহসান হাবীব, এসকেএফ বাংলাদেশের টিএসও রাকিবুল হাসান। উল্লেখ্য, ১৪৪ নভেম্বর থেকে এ প্রশিক্ষনে উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌর শহরের ৩২জন খামারী প্রশিক্ষার্থী অংশ গ্রহন করনে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত