মোরেলগঞ্জে বহিষ্কৃত জেডিসি ছাত্রীর আত্মহত্যা, দুই শিক্ষকের অর্থদন্ড

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৬:৪৮ পিএম, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ | ৬৩৬

মোরেলগঞ্জে জেডিসি পরীক্ষায় বহিস্কার হওয়ার লজ্জায় আফররিন জাহান (১৫) নামে এক ছাত্রী আত্মহত্য করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। একই দিন মোতালেব তালুকদার ও বিপুল ভঞ্নাজন নামে মাদরাসার দুই শিক্ষককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছন সহকারি কমিশনার(ভূমি)রঞ্জণ চন্দ্র দে।
হোগলাবুনিয়া ইউনিয়নের বড়বাদুরা গ্রামের আসলাম হাওলাদারের মেয়ে আফরিন জিবি আমেনা খাতুন দাখিল মাদরাসা থেকে জেডিসি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে গনিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সে বহিষ্কার হয়। একই কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে জামিরতলা নুরুল ইসলাম দাখিল মাদরাসার সুপার মো. মোতালেব তালুতদার ও হোগলাবুনিয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক বিপুল ভঞ্জনকে ১০ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে।
এসম্পর্কে জেডিসি কেন্দ্র সচিব অধ্যক্ষ ফখরুল ইসলাম বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কক্ষ পরিদর্শক মেয়েটিকে বিহস্কার করেন। বাড়িত গিয়ে সে আত্মহত্য করেছে। এছাড়া দায়িত্বে অবহেলার দায়ে দু'জন শিক্ষককে অর্থদন্ডসহ কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এবিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, আফরিন জাহানের মরদেহ পুলিশ হেফাজতে নেওযা হয়েছে। পোষ্টমর্টেম করানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, পরীক্ষা কেন্দ্রে নকল করার পরিবেশ তৈরী হবার কথা নয়। তাই হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে প্রণহানিও ঘটলো। ঘটনাটি যথাযথভাবে খতিয়ে দেখা হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত