মোল্লাহাটে বুলবুলের তান্ডব

লন্ডভন্ড বাড়িঘর, শিক্ষা-ব্যবসা প্রতিষ্ঠান, গাছপালা ও ফসল

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০২:০৩ পিএম, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ | ১২৬০

মোল্লাহাটে ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে লন্ডভন্ড হয়েছে অসংখ্য বাড়ি-ঘর, বৈদ্যূতিক লাইন, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, গাছপালা ও ঋতুকালীন ফসল। আহত হয়েছে মানুষ ও গৃহপালিত পশু। এছাড়া একটানা তিনদিনের বৃষ্টিপাতে ডুবে গেছে মাছের ঘের। গত রবিবার সকাল পৌনে ১১ হতে প্রায় ঘন্টাব্যাপী ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে এ ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটে।

ওই ঘটনায় ক্ষতিগ্রস্থ এলকা সমূহ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।

এ সংক্রান্ত তথ্য সংগ্রহে সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়-প্রশাসন ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের ঐকান্তিক প্রচেস্টায় এবং মহান সৃস্টিকর্তার অসীম কৃপায় মানুষ ও গৃহপালিত পশুর প্রাণ রক্ষা হয়েছে। কিন্তু মালের ক্ষতি কম হয়নি। অনেকে তাদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে হয়েছেন নিস্ব, আশ্রয় নিয়েছেন প্রতিবেশীর বাড়িতে।

এবিষয়ে উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, অত্র এলাকায় অন্তত পাচ শতাধিক বসত ঘর, দ্বিগংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া অসংখ্য ঘের পানিতে তলিয়ে যাওয়ায় মাছ ভেসে গেছে। বিভিন্ন ফসল. বৈদ্যুতিক লাইন, ও গাছাপালার ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, তার এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে এবং ক্ষয়-ক্ষতির পরিমান নির্ণয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ক্ষতি গ্রস্থ এলাকা পরিদর্শন করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত