মোল্লাহাটে সচেতনতামূূলক সমাবেশে বিভাগীয় কমিশনার

মাদকমুক্ত পরিবার গড়তে পারলেই সুখি সমাজ গঠন হবে

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৪:০৩ পিএম, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ | ১০২৮

মাদক সমাজে সকল অশান্তির মূল, এর জন্য দায়ি মাদাকাসক্ত সন্তানের মা-বাবা, সন্তানের দিকে নজর রাখলে এমন হতে পারে না, স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো রাখুন, নিজের সন্তানকে ভালো মানুষ করুন, সকলের প্রচেস্টায় মাদকমুক্ত পরিবার গড়তে পারলেই সুখ ও শান্তির সমাজ গঠন হবে। মোল্লাহাট উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার দুপুরে জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা, দূর্নীতি, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক ও মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এসকল কথা বলেন।

মোল্লাহাট উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত সামাবেশে সভাপতিত্বে করেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এতে বিশেষ অতিথি ছিলেন,বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন, এএসপি ছয়রুদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বুলু শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম।

এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস ও যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, অধ্যক্ষ এল,এ, জাকির হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসকাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মিয়া, শেখ রেজাউল কবীর, মুন্সি তানজিল হোসেন, এস কে হায়দার মামুন ও সিকদার উজির আলী, নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবঃ অধ্যক্ষ মোঃ আসগর আলী, প্রেসকাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জেহাদ সিকদার, প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর-মুক্তিযোদ্ধা, রাজনীতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত