মোল্লাহাটে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৫:৪৭ পিএম, সোমবার, ২১ অক্টোবর ২০১৯ | ৭১৮

“সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন” “সকলের হাত, পরিচ্ছন্ন থাক” এ প্রতিপাদ্যের আলোকে মোল্লাহাটে র‌্যালি, আলোচনা সভা ও হাতধোয়াসহ বিভিন্ন কর্মসূচিতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৯ উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ব্র্যাক ওয়াস কর্মসূচির সহযোগিতায় সোমবার সকাল ১০টায় এ সকল কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিশাল বর্ণাঢ্য এক র‌্যালি বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। পরে একই স্থানে সঠিক নিয়মে হাতধোয়া প্রদর্শন পূর্বক উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস ও যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এল,এ, জাকির হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসকাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক ও শিক্ষক আব্দুস ছাত্তার প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মহিদুল কবীর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত