ঝটিকা অভিযানে

রামপালে ৫৫৬ বস্তা সরকারি চাল জব্দ

এম এ সবুর রানা, রামপাল

আপডেট : ০৯:০৩ পিএম, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯ | ৭৩২

রামপালের চাকশ্রী বাজার থেকে ৫৫৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী বাজারে বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুলাহ ফকিরের অস্থায়ী কার্যালয়ের পাশে মোস্তাফিজুর রহমানের গোডাউন থেকে এই চাল জব্দ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাহাতুজ্জামান, ইসতিয়াক আহমেদ ও মোঃ শাহজাহান হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে সরকারি প্রকল্পের এই চাল জব্দ করেন। তবে চাল জব্দের সময় কাউকে আটক করতে পারেনি।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহজাহান হোসেন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, একটি গোডাউনে সরকারি বিভিন্ন প্রকল্পের বিপুল পরিমান চাল মজুদ রয়েছে বলে খবর পাই। এই খবরের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমানের গোডাউন থেকে ৫৫৬ বস্তা চাল উদ্ধার করি। প্রতি বস্তায় ৩০ কেজি চাল ছিল।

উদ্ধারকৃত চালগুলো বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুলাহ ফকিরের জিম্মায় রাখা হয়েছে। তদন্ত সাপেে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এর আগে বুধবার বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের কালিবাড়ি এলাকায় শেখ দিদারুল আলমের মিলে মোস্তাফিজুর রহমানের রাখা ৩০ বস্তা চাল উদ্ধার করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিলুর রহমান।

ওই মিল মালিক শেখ দিদারুল আলম বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, মোস্তাফিজুর রহমান আমাকে না জানিয়ে, আমার কর্মচারীকে বলে আমার মিলে ওই চাল রেখে গেছেন।

নাম প্রকাশে অনচ্ছিুক স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুলাহ ফকিরের অস্থায়ী কার্যালয়ের পাশের একটি গোডাউন থেকে এই চাল জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ ডিও কেনা বেচা করে আসছে। তারাই ওই চাল ওখানে মজুদ করতে পারে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুলাহ ফকিরের সাথে কথা হলে তিনি বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ওই চাল মোস্তাফিজুর রহমান কোথা থেকে কিভাবে গুদাম ঘরে এনে রেখেছে সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এমডি তুহিন হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বাগেরহাট পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে এবং জেলা প্রশাসনের সহায়তায় সরকারি চাল জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত