সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী

মোড়েলগঞ্জে কাজ না করে বেতন উত্তোলণ

স্টাফ রিপোর্টার

আপডেট : ১২:১৭ এএম, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭ | ১৪৩০

মোড়লগঞ্জে ৫০নং চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কাম নৈশ প্রহরী ডিউটি না করে প্রতি মাসে বেতন উত্তোলন করে আসছে। এমন অভিযোগ উঠেছে ঐ এলাকায়। তা নিয়ে এলাকায় চলছে বিভিন্ন গুঞ্জন। সরজমিন ঘুরে দেখা যায় নাম প্রকাশ না করা শর্তে এলাকার কতিপয় লোক জানান মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কাম নৈশ প্রহরী দণি চিংড়াখালী গ্রামের মৃত আব্দুল জলিল হাওলাদারের পুত্র রিয়াজুল হাওলাদার। রাজনৈতিক নেতা আতœীয় হওয়ার সুবাদে চাকরী পায়। চাকরী পাওয়া থেকেই সে কোনদিনও বিদ্যালয়ে ডিউটি করে না। প্রায়ই সে স্কুলে এসে হাজিরা খাতায় স্বার করে চলে যান। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী পরিার কেন্দ্র ঐ স্কুলেই। সেখানে গিয়ে দেখা যায় তার পরিবর্তে একই এলাকায় ভাড়ায় খাটা পরীা চলাকালীন পাওয়া যায়।

এই বিষয়ে প্রধান শিকের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি ভিন্ন কৌশলে এড়িয়ে যান। পরে এলাকাবাসী জানায় রাজনৈতিক নেতার আতœীয় হওয়াতে কেউ সামনা-সামনি মুখ খুলতে চায় না। এ ব্যাপারে অভিযুক্ত রিয়াজুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি ডিউটি করি, লোকে যা বলে তা সঠিক নয়। এই ঘটনায় বিদ্যালয়ের সভাপতিকে বার বার মোবাইলে চেষ্টা করেও পাওয়া যায় নাই। মোড়েলগঞ্জ উপজেলার প্রাথমিক সহকারী শিা কর্মকর্তা (চলতি দায়িত্বে থাকা) অফিসার বিশ্বজিৎ কর্মকারের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি মিটি্এং আছি পরে বিষয়টি জানাবো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত