আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ

কচুয়ায় শোক দিবসের ব্যানারে ওয়ার্ড বিএনপি সভাপতির নাম

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৭:০৭ পিএম, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০১৯ | ৩৩০৯

কচুয়া উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খান মারুফ আলীর দেয়া জাতীয় শোক দিবসের ব্যানারকে কেন্দ্র করে আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এনিয়ে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা সাংবাদিকদের মুঠো ফোনে সংবাদ প্রচারের অনুরোধ জানান।

এলাকাবাসি জানান, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কচুয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খান মারুফ আলী হঠাৎ করে ইউনিয়ন যুবলীগের নাম ভাঙ্গিয়ে নিজের নাম লিখে ব্যানার ঝুলিয়ে দেয়। এতে এলাকায় দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয় থাকা নেতাকর্মীরা হতাশ হয়ে পড়ে।

১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ. হাকিম বালী মুঠো ফোনে বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, আমরা এ বিষয় নিয়ে খুবই মর্মাহত, যে ব্যাক্তি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত বা ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আ. আজিজের মৃত্যুর পর আনুমানিক ৪বছর আগে থেকে ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছে। তার নিজের নাম দিয়ে ইউনিয়ন যুবলীগের নামে শোক দিবসের ব্যানার দেয়ায় আমরা ভীষনভাবে ক্ষুব্দ। আমাদের জানামতে তিনি কোন দিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত হয়নি। কার নির্দেশে, কি উদ্দেশ্যে এ ব্যানার তা নিয়ে আমরা চিন্তিত। এ বিষয়ে আমরা আজ রাতেই জরুরী বৈঠকে বসছি।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সুজন দিদার মুঠো ফোনে বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, আমার জানামতে তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি। কবে যুবলীগে আসলেন তা আমার জানা নেই।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর মুঠো ফোনে বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, যুবলীগের ফরম পুরন করে অঙ্গিকার নামায় স্বাক্ষর করে কেউ আসতেই পারে। যেহেতু অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। এছাড়া জাতীর পিতার প্রতি তো শ্রদ্ধা সকলেই জানাতে পারেন।

খান মারুফ আলী মুঠো ফোনে বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, আমি কখনও বিএনপির সভাপতি ছিলাম না, আমি দীর্ঘদিন ধরে যুবলীগ করি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত