গুজবে কান না দিতে পুলিশ সুপারের আহবান

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৩:৩৯ পিএম, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ | ৪৯০

‘গুজবে কান দিব না, আইন নিজের হাতে তুলে নিব না।’-এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় পুলিশের উদ্যোগে ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে চিতলমারী থানার সভাকক্ষে এ সভা হয়। সভায় প্রধান অতিথি পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় (পিপিএম) ছেলে ধরা সন্দেহে অপরিচিত কাউকে মারপিট করাসহ আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ করেন।


চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম মাহাতাবুজ্জামান, পুলিশিং কমিটির সভাপতি ও শেরেবাংলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহসিন আলী রেজা এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ বেল্লাল হোসেন প্রমূখ।

এ সময় সাংবাদিক, ছাত্র-শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,-‘গুজবের মাধ্যমে জামাত-বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যার অংশ হিসাবে তারা পদ্মা সেতুতে মানুষের মাথা প্রয়োজন, ছেলে ধরা ও প্রিয়া সাহার বক্তব্যকে ঘিরে নানা প্রকার গুজব রটাচ্ছে। তাই এটি প্রতিহত করতে সকলকে সজাগ থাকতে হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত