চিতলমারীতে কৈশোর ভাবনা বিষয়ক কর্মশালা

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৫:৪০ পিএম, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ | ৪৫৮

চিতলমারীতে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে কিশোর-কিশোরীদের সুরক্ষায় করণীয় শীর্ষক কর্মশালা ‘কৈশোর ভাবনা’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেতার খুলনার উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১১ টায় এস এম মডেল উচ্চ বিদ্যালয় সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ বসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বেতারের উপ-পরিচালক মোঃ ফরিদ উদ্দীন, মোঃ রোকনুজ্জামান, সৌমেন বাছাড়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাপস চন্দ্র খান, প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র, বিধান ব্রহ্ম, শৈলেন্দ্রনাথ বাড়ৈসহ উপজেলার ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি ও কিশোর-কিশোরীদের মানসিক বিকাশে প্রতিবন্ধকতা সমূহ দূর করণে বিভিন্ন ধরণের পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চলানায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত