মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে

সাইজদ্দিন সভাপতি ফিরোজ সম্পাদক নির্বাচিত

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৭:২০ পিএম, শনিবার, ১৩ জুলাই ২০১৯ | ১৫১৯

মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচন ‘শান্তিপূর্ণ পরিবেশে সম্পুর্ন হয়েছে। মোংলা বন্দর স্কুল এন্ড কলেজে বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটারা তাদের ভোটধিকার প্রয়োগ করেন।

দ্বি-বার্ষিক এ নির্বাচনে সাইজদ্দিন মাষ্টার সভাপতি ও মোঃ ফিরোজ সাধারন সম্পাদক নির্বাচিত হন। আলহাজ্ব মোঃ সাইজদ্দিন মিঞা ৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়, তার নিকটতম প্রতিদন্ধী মোঃ নাসির উদ্দিন মৃধা পেয়েছেন ৩১৭ ভোট।

মোঃ ফিরোজ ৪৯১ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন, এখানে তার নিকটতম প্রতিদন্ধী কাজী খুরশীদ আলম পল্টু পেয়েছেন ৩০৮ ভোট। কার্যকারী সভাপতি মোঃ মুশফিকুর রহমান ও কোষাধ্যক্ষ পদে এ কে এম ফারুকুজ্জামান (বকুল) নির্বাচিত হয়েছেন।

এছাড়া অন্যান্য পদে সহ-সভাপতি এ কে এম সওকত আলী, অতিরিক্ত সাধারন সম্পাকদ মোঃ জামাল উদ্দিন চৌধুরী জাহিদ, যুগ্ন সম্পাদক মোঃ মতিয়ার রহমান শাকিব, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব আলম,সহ-সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন, দপ্তর সম্পাদক মোঃ আকিজ আলী, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন, সমাজ কল্যান সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য মোঃ ফজলুল হক নির্বাচিত হয়েছেন। কর্মচারী সংঘ সিবিএ নির্বাচনে ১৩টি পদের অনুকূলে ৩৫ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন।

অনুষ্ঠিত নির্বাচনে ৮৪২ জন ভোটারের মধ্যে ৮১১ জন ভোটার উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দক্ষিানাঞ্চলের সর্ববৃহত্তম নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জানান, নির্বাচনে কোন প্রার্থীকে অনিয়ম করার সুযোগ দেয়া হবেনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত