রামপালে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৬:০১ পিএম, শুক্রবার, ১২ জুলাই ২০১৯ | ৪৯৮

রামপালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা রামপাল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় বঙ্গমাতা ফাইনালে কুমলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে ২-০ গোলে ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। উক্ত খেলায় সর্বোচ্চ গোল করে তাজনিন আক্তার মীম। ওই খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আনিসা ফেরদৌস মুক্তা।

একই দিনে বিকাল ৪ টায় একই মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় হাজী জোনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ঝনঝনিয়া গাববুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে ৩-২ গোলে ঝনঝনিয়া গাববুনিয়া চ্যাম্পিয়ন হয়। ওই খেলায় সর্বোচ্চ গোল করে হাজী জোনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তানভীর। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ঝনঝনিয়া গাববুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লিয়ন। খেলা পরিচালনা করেন, মোঃ তাহিদুল ইসলাম।

রামপালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চা ও খেলাধূলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। বাচ্চারা যাতে আগামী দিনে ভালো খেলোয়াড় হয়ে দেশের সুনাম বয়ে আনতে পারে এজন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত