নারী উদ্যোক্তাদের সাথে

বাগেরহাটে ব্যাংকারদের মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:২৭ পিএম, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ | ৫৬০

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাগেরহাট শাখার আয়োজনে বাগেরহাট অঞ্চলের সকল ব্যাংকের শাখা/অঞ্চল প্রধান ও স্থানীয় নারী উদ্যোক্তাদের সাথে ব্যাংকারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বাগেরহাট চিংড়ি গবেষনা ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাগেরহাট শাখার ব্যবস্থাপক মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার উপমহাব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড খুলনা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোসলেহ উদ্দিন,বাংলাদেশ ব্যাংক খুলনার উপ-পরিচালক মোঃ মাসুম বিল্লাহ,জেলা যুব মহিলা লীগের আহবায়ক এ্যাড লুনা সিদ্দিকী,জনতা ব্যাংক লিঃ বাগেরহাট শাখার এজিএম শেখ আবুল বাসর,সোনালী ব্যাংক লিঃ বাগেরহাট শাখার এজিএম শেখ আল মামুন,কৃষি ব্যাংক লিঃ বাগেরহাট শাখার ব্যবস্থাপক শেখ শাহাজাহান আলী, রুপালী ব্যাংক লিঃ বাগেরহাট শাখার এজিএম শংকর কুমার দাস, ইসলামী ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ বাগেরহাট অঞ্চলের সকল ব্যাংকের শাখা/ অঞ্চল প্রধান ও স্থানীয় নারী উদ্যোক্তারা এ সময় উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশগ্রহন ও অর্থনৈতিক কর্মকান্ডে নারীদের সম্পৃক্ত করতে ব্যাংকের ভূমিকার কথা তুলে ধরেন। এসময় সভায় বিভিন্ন নারী উদ্যোক্তারা ব্যাংকসমূহ হতে সেবা গ্রহনের ক্ষেত্রে নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরে নানাবিধ পরামর্শ প্রদান করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত