‘ব্র্যাক সাংবাদিক,পুলিশ,উকিল ও তাদের পরিবারের সদস্যদের সেবা দেয় না’ !

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৩:৪২ পিএম, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯ | ৫৮৫

‘ব্র্যাক সাংবাদিক পুলিশ উকিল ও তাদের পরিবারের সদস্যদের ঋণ সেবা দেয় না। কিন্তু তাদের কাছ থেকে সেবা নেয়। উপরের মৌখিক নির্দেশ আছে সাংবাদিক পুলিশ উকিলদের কোন ঋণ না দেয়ার জন্য।’ বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের একথা বললেন চিতলমারী উপজেলার ব্র্যাকের শাখা ব্যবস্থাপক (দাবী) মোঃ মফিজুল ইসলাম। দুপুর ১২টার দিকে ব্র্যাক চিতলমারী কার্যালয়ে তার কক্ষে বসে এ কথা বলেন। ব্র্যাকের মাঠকর্মী দ্বারা হয়রানির শিকার এক ঋণ আবেদনকারীর অভিযোগের প্রশ্নোত্তরে ব্র্যাক ব্যবস্থাপক ওই কথা গুলো বলেন।

চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ঋণ আবেদনকারী নাহিদা ইয়াসমিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, ‘গত ৩০মে ব্র্যাকের মাঠকর্মী স্বপ্না রানী শীল সদস্য ভর্তি বাবদ ৩০ টাকা নেয়। এরপর ১৩ জুন ৩০ হাজার টাকা ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে গত ০৯ জুন তিন হাজার টাকা অগ্রিম নেয়। কিন্তু সাংবাদিক পরিবারের সদস্য হওয়ায় ১১ জুন সন্ধ্যা ছয়টার দিকে চিতলমারী বাজারে বসে স্বপ্না তিন হাজার টাকা ফেরত দেয় এবং বলেন, ‘ম্যানেজার স্যার তাকে বলেছেন সাংবাদিক পুলিশ উকিলদের পরিবারে ঋণ দেয়ার নিয়ম নেই।’ এই অবস্থায় চরম হতাশ হয়ে পড়েছেন নাহিদা ইয়াসমিন।

তিনি আরো অভিযোগ করেন, নানা অজুহাতে তার মতো অসংখ্য গ্রামের মানুষ ব্র্যাক কর্মী ও ব্যবস্থাপকের দ্বারা প্রতিনিয়ত রূঢ় আচরণ, হয়রানির শিকার হচ্ছে। তিনি এর প্রতিকার আশা করেন।

এ বিষয়ে ব্র্যাকের মাঠকর্মী স্বপ্না রানী শীল বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, ‘নাহিদা ইয়াসমিন ব্র্যাকের সদস্য। তার জন্য ঋণ প্রস্তাব ম্যানেজারের নিকট দেয়া হয়েছিল। কারণ বশত তার ঋণ দেয়া হয়নি।’ কি কারণ জানতে চাইলে তিনি ফোনে বলা সম্ভব নয় বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।



এই বিষয়ে জানার জন্য ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমানকে বার বার ফোন দিলেও তিনি তা ধরেননি। উল্লেখ্য, নাহিদা ইয়াসমিনের স্বামী একটি জাতীয় দৈনিক পত্রিকার স্থানীয় প্রতিনিধি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত