শেখ হেলাল ফাউন্ডেশনের উদ্যোগে টিন এইজ স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায়

ফকিরহাটে উদ্বুদ্ধকরণ সভা

ফকিরহাট সংবাদদাতা

আপডেট : ০৪:২০ পিএম, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭ | ৮৬৫

ফকিরহাটে উদ্বুদ্ধকরণ সভা

ফকিরহাটে শেখ হেলাল ফাউন্ডেশনের উদ্যোগে টিন এইজ মেয়েদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় করণীয় শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আমিত রায় চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা: অরুন কুমার মন্ডল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্বপন দাশ, সম্পাদক শিরিনা আক্তার কিসলু, ডেপুটি সিভিল সার্জন ডা: পুলক দেবনাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফেরদৌসী আক্তার, মেডিকেল অফিসার মৌসুমী ইয়াসমীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেনসহ এ সংগঠনের সদস্য বৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত