রাজস্ব খাত থেকে বেতন-ভাতার দাবিতে

বাগেরহাটে পৌর কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার

আপডেট : ০২:২৫ পিএম, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭ | ৬১৯

বাগেরহাটে পৌর কর্মচারীদের কর্মবিরতি

রাজস্ব খাত থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে বাগেরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পূর্নদিবস কর্মবিরতি পালন করেছে। সোমবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখা এ কর্মবিরতি পালন করেন।


কর্মবিরতি পালনের সময় বক্তব্য দেন, বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, খুলনা বিভাগীয় সভাপতি রঞ্জন কান্তি গুহ, বাগেরহাট জেলা সভাপতি অজিত কুমার হালদার, সুব্রত কুমার সোমাদ্দার, মোঃ জামসেদ আলী, সেলিম ফকির, সানজিরা বেগম, আশিষ কুমার হোড় প্রমুখ।

বাগেরহাটে পৌর কর্মচারীদের কর্মবিরতি


বক্তারা বলেন পৌর নাগরিকদের সেবা দিতে সব সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিয়োজিত থাকেন। কিন্তু পৌরসভার সার্বনিক কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বঞ্চিত করছে সরকার। রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা পরিশোধ না করে সরকার বৈষম্য করছে। অবিলম্বে যদি পৌর কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাত থেকে বেতন ভাতা ও পেনশন প্রদান না করা হয় তাহলে কঠোর আন্দোলন করা হবে। একই দাবিতে জেলার মোড়েলগঞ্জ ও মোংলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত