চিতলমারীতে ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৩:২২ পিএম, বুধবার, ২২ মে ২০১৯ | ১৩৫৯

চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ বাজেট ঘোষণা হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের সচিব বিপ্লব কুমার দাস ২০১৯-২০২০ অর্থবছরের জন্য এক কোটি ১৬ লাখ ৭২ হাজার ৪০ টাকার বাজেটটি ঘোষণা করেন। বাজেটে আয় ও সমপরিমানের টাকা দেখানো হয়েছে।

চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাশ মন্ডলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, চিতলমারী উপজেলা প্রেসকাবের সভাপতি এস এস সাগর, সাধারণ সম্পাদক শেখর ভক্ত, ইউপি সদস্য শচীন্দ্র নাথ শিকদার, নিত্যানন্দ বাড়ই, গোরা চাঁদ ঘোষ, রীণা রানী হীরা ও ভারতী মজুমদারসহ সকল ইউপি সদস্যগন। এছাড়া বাজেট ঘোষণা অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত