কচুয়ায় দেশী অস্ত্রসহ একজন আটক

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৯:৩৪ পিএম, রোববার, ১২ মে ২০১৯ | ৩৬৫২

আটক লালন খান

কচুয়ায় দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাত সারে ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠি এলাকা থেকে লালন খান নামের একজনকে আটক করে। এসময়ে তার কাছ থেকে দুই ফুট লম্বা একটি ছোড়া উদ্ধার করা হয়। আটক লালন খান (৩৫) উপজেলার শিয়ালকাঠি গ্রামের মালেক খানের ছেলে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, রাত সারে ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠি এলাকায় মাদক বিক্রেতা আটকের উদ্দেশ্যে এএসআই ইকবাল ও জাহিদ অভিযানে গেলে সন্দেহ জনক এক ব্যাক্তির দেহ তল্লাশী করে। এসময়ে একটি দেশী তৈরী দুই ফুট লম্বা ছোড়া উদ্ধার করা হয়। আটক লালন লালন খানের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত