সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের চামড়া ও মাথা জব্দ

মাসুদ রানা  মোংলা 

আপডেট : ০৪:০৯ পিএম, রোববার, ১২ মে ২০১৯ | ১০৭৮

সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জবাইকৃত হরিণের চামড়া ও মাথা জব্দ করেছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন।তবে এ ঘটনায় কাউকেই আটক করতে পারেনি তারা।কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান,শনিবার (১১ মে) গভীর রাতে সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় একটি চক্র হরিণ শিকারের ফাঁদ পেতে হরিণ শিকার করছে গোপন সূত্রে এমন সংবাদ জানার পর ওই এলাকায় অভিযান শুরু করে কোস্টগার্ড। এসময় চোরা শিকারীরা কোস্টগার্ড বাহিনীর উপস্থিতি আঁচ করতে পেরে আগেই সটকে পড়ে। ঘটনাস্থল থেকে জবাইকৃত হরিণের একটি চামড়া,একটি মাথা ও ১৫'শ দাইন ফাঁদ জব্দ করা হয়। জব্দকৃত হরিণের চামড়া ও মাথা স্থানীয় বনবিভাগ অফিসে স্থানান্তর করা হয়েছে এবং হরিণ শিকারের কাজে ব্যবহৃত ১৫'শ দাইন ফাঁদ আগুনে পুড়িয়ে ভষ্মিভূত করা হয়েছে।


কোস্টগার্ড বাহিনীর গোয়েন্দা অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ আরো জানান, সুন্দরবন সংলগ্ন এলাকাসমূহে বনদস্যু জলদস্যুদের অপতৎপরতা রোধে কোস্টগার্ড সদস্যরা নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে, তিনি আরো জানান,চোরা শিকারীরা ও পাচারকারীরা সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রজাতির তক্ষক ও হরিণ শিকার করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিক্রয় করে থাকে যা সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় হুমকিসরুপ। লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ আরো বলেন, সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারী চোরা শিকারী ও পাচারকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত