রামপালে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৩

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৬:১২ পিএম, বৃহস্পতিবার, ২ মে ২০১৯ | ১২৭৬

রামপালে ট্রাক-মাহেন্দ্রের সংঘর্ষে ৩ যাত্রী নিহত এবং ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭ টায় খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার মালিডাঙা চেয়ারম্যানের মোড় এলাকায় খুলনা থেকে মোংলাগামী একটি পন্যবাহী ট্রাকের সাথে মাহেন্দ্র ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ ময়না তদন্তের জন্যে হাইওয়ে থানায় রেখেছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, মোংলা উপজেলার চিলা গাববুনিয়া এলাকার আব্দুল জলিলের ছেলে সোহাগ শেখ (৩৫) এবং একই উপজেলার মাকড়ডোন এলাকালার কালিপদ রায়ের পুত্র সঞ্জিত মন্ডল (৫০) ও চিলা এলাকার মোয়াজ্জেম হোসেন। ওই সময় মোংলার শেলাবুনিয়া এলাকার আঃ লতিফের পুত্র মোস্তফা শেখ (৬২), মোংলার কাইনমারী এলাকার সলিন্দ্রনাথ বিশ্বাসের পুত্র বিভাকর বিশ্বাস (৬০) সহ ৬ জন গুরুতর আহত হন। বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ বাচ্চু শেখ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বৃহষ্পতিবার সকালে মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাহেন্দ্র গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে মোংলাগামী পণ্যবাহী ট্রাকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন মারা যান। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত