রামপালে ৪ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৬:৪৮ পিএম, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ | ৯৭৪

রামপালে ভ্রাম্যমান আদালত কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ৩০ এপ্রিল মঙ্গলবার বেলা ৩ টায় উপজেলার ফয়লা সি,এ-,বি মোড় এলাকায় খুলনা-মোংলা মহাসড়কের জায়গায় সাদা মাছের লোহার কার্টুন, আসবাবপত্র তৈরীর দোকান, ইট, বালু, খোয়া ও জ্বালানী কাঠ রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার কুমার পাল ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করে।

এসময় স্থানীয় ইউ.পি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান ও রামপাল প্রেসকাবের সভাপতি হাওলাদার আঃ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উজলকুড় ইউনিয়নের বাবুরহাট পরিদর্শণ করে ওই হাটের জায়গায় অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এছাড়া তিনি ওই এলাকায় বাবুরহাট-নতুনহাট সড়কের মাফুজুর রহমান আকুঞ্জীর বাড়ির সামনে রাস্তার একটি ক্ষতিগ্রস্থ অংশ পরিদর্শন করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত